নিজস্ব সংবাদদাতা : সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: বুধবার ২৪,সেপ্টেম্বর :: ডায়মন্ড হারবার পুলিশ জেলার দূর্গাপূজার গাইড ম্যাপ উদ্বোধন করতে এসে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিএসটি ইস্যুতে এবার কেন্দ্রকে একহাত নিলেন ।
দলের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সুরেই বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। কেন্দ্রের জিএসটি ঘোষণা নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে রীতিমতো বিদ্রুপ করে অভিষেক বলেন, ‘‘হিরেতে জিএসটি নেই, অথচ জিরে, হাতা, পেন সবেতেই জিএসটি!’’শনিবার সভা মঞ্চ থেকে অভিষেকের সাফ অভিযোগ, ‘‘মোদীজি বলছেন, জিএসটি-তে ছাড় দেওয়া হয়েছে। আমি জিজ্ঞাসা করি, তাহলে কি ২০১৭ থেকে ৮ বছর ধরে দেশে জিএসটি লুট উৎসব চলেছে? এটা যে চাপে পড়ে করা হয়েছে, সেটা একেবারে স্পষ্ট।
৩০৩ থেকে ২৪০ আসনে নেমে এসেছে বিজেপি, তাই জিএসটিও ২৭ থেকে ১৮ শতাংশে নামাতে বাধ্য হয়েছে। এর থেকেই পরিষ্কার, বিজেপি হারলে ট্যাক্স কমে, জিতলে বাড়ে।তিনি আরো বলেন ২০২৬ এর নির্বাচনের কথা মাথায় রেখে এই জিএসটি বিল কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার।
বিগত এক দশকের কেন্দ্রীয় শাসন নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিষেকের কটাক্ষ, ‘‘এদের অবস্থা হল ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। গত ১০ বছরে দেশকে রসাতলে ঠেলে দিয়েছে। জিএসটি আদায়ের পর বিরোধী রাজ্যগুলোর টাকা আটকে রাখা বিজেপির পুরনো অভ্যাস। মানুষই এর জবাব দেবে।’’