দূর থেকে মনে হবে, কোনও সৌধ৷ দাঁড়িয়ে আছে এক পায়ে ৷ কাছে গেলে ভুল ভাঙবে৷ ওটা কোনও সৌধ নয়৷ আস্ত কংক্রিটের ব্রিজ৷

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ১৫ই,মার্চ :: দূর থেকে মনে হবে, কোনও সৌধ৷ দাঁড়িয়ে আছে এক পায়ে ৷ কাছে গেলে ভুল ভাঙবে৷ ওটা কোনও সৌধ নয়৷ আস্ত কংক্রিটের ব্রিজ৷ নীচ দিয়ে বইছে বারোমাসিয়া নদীর জল৷ পাকাপোক্ত ব্রিজ থাকতেও মানুষ নদী পেরোচ্ছে বাঁশের সাঁকো দিয়ে৷ কারণ জানলে নিশ্চিতভাবেই হাত মাথায় উঠে আসবে৷

১৬ বছর আগে ব্রিজ তৈরি হলেও তা এখনও চালু হয়নি৷ এতদিনেও নাকি অ্যাপ্রোচ রোড তৈরি করার জমি মেলেনি৷ ব্রিজ তৈরি নিয়ে দ্বিমত রয়েছে৷ এলাকাবাসীর বক্তব্য, সেতু তৈরির উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন সাংসদ প্রিয়রঞ্জন দাশমুন্সি৷ বামেদের দাবি, শৈলেন সরকারের উদ্যোগেই তৈরি হয়েছিল বারোমাসিয়ার উপর ঠুটিয়া ব্রিজ৷ যে আমলেই তৈরি হোক না কেন, ব্রিজের কোনও সুবিধেই পান না এলাকার মানুষ৷

চারবার বিধায়ক নির্বাচিত হয়েও সমর মুখোপাধ্যায় এনিয়ে কোনও ব্যবস্থা না নেওয়ায় তাঁকে প্রকাশ্যে ‘চোর’ বলতেও ছাড়ছেন না ক্ষিপ্ত মানুষজন৷ রতুয়া-১ ব্লকের ভাদো এবং দেবীপুর পঞ্চায়েতের মধ্যে দিয়ে বইছে বারোমাসিয়া নদী৷ আদপে মহানন্দা নদীর একটি খাঁড়ি৷ এই নদী পেরিয়ে যাতায়াত করতে হয় ৪-৫টি পঞ্চায়েতের অন্তত ৫০টি গ্রামের মানুষকে৷ প্রতিদিন নদী পেরোন হাজার সাতেক মানুষ৷ সেই ব্রিজ নিয়েই পঞ্চায়েত ভোটের মুখে চর্চা মানুষের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + two =