নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: বীরভূমের মহম্মদ বাজার ব্লকের অন্তর্গত দেওয়ানগঞ্জ হরিণ সিঙ্গা প্রস্তাবিত কয়লা খনি এলাকায় হতে চলেছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি। এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য রাজ্য সরকার এবং বীরভূম জেলা প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ করছে।
এলাকার বাসিন্দাদের সমস্ত রকম আর্থিক সাহায্য থেকে শুরু করে ক্ষতিপূরণ এবং চাকরি দেওয়ার প্রতিশ্রুতি আগেই দিয়েছিলো রাজ্য সরকার। সেই মতো এদিন জমিদাতাদের পরিবারের সদস্যদের হাতে এই চাকরির চূড়ান্ত নিয়োগপত্র তুলে দেওয়া হল।
এই দেউচা পাঁচামি প্রস্তাবিত কয়লা খনি এলাকায় যারা জমি দিচ্ছেন তাদের জন্য আগেই রাজ্য সরকারের তরফ থেকে বিঘা প্রতি ১৩ লক্ষ টাকা, পুনর্বাসন এবং একজনকে সরকারি চাকরি সহ অন্যান্য প্যাকেজ দেওয়ার ঘোষণা করা হয়েছিল। এই সকল প্যাকেজ তাদের হাতে আগেই তুলে দেওয়া হয়েছে।
এরই মধ্যে যারা জমি দিয়েছেন তাদের পরিবারের একজনকে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের জন্য প্রশিক্ষণ চলছিল। আজ মানবিক প্রকল্পের আওতায় জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ পত্র প্রদান করা হয় বীরভূমের সিউড়ি ইন্দোর স্টেডিয়ামে।
পত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, বীরভূমের জেলাশাসক বিধান রায়,পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী , বীরভূম জেলা পরিষদের মেন্টর তথা লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিংহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বীরভূমের এই দেউচা পাচামির প্রস্তাবিত কোল ব্লক এলাকায় ৩৪০০ একর জমি নিয়ে ১১৭৮ মিলিয়ন হেক্টর কয়লা ব্লক রয়েছে। এই বিপুল পরিমাণ জমির মধ্যে এক হাজার একর জমি সরকারের।সরকারি তথ্য অনুযায়ী, এখানে ১২টি গ্রাম রয়েছে। যেখানে ৪৩১৪টি বাড়িতে ২১ হাজারের বেশি মানুষ বসবাস করেন। যার মধ্যে ৩ হাজার ৬০০ জন তফশিলি জাতিভুক্ত এবং ৯ হাজার ৩৪ জন তফসিলি উপজাতিভুক্ত৷