নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শনিবার ২,আগস্ট :: ভূমি ফাউন্ডেশন আসানসোলের পক্ষ থেকে, বাবা নগরী দেওঘরে বিনামূল্যে সেবা শিবিরে অংশগ্রহণের জন্য আজ বাবা ভোলে নাথের নগরী দেওঘরের উদ্দেশ্যে একদল ভক্ত রওনা হয়েছেন।এই শিবিরে, ভূমি এবং সর্বভারতীয় মানবাধিকার সংস্থার সদস্যরা আগত সকল ভক্তদের বিনামূল্যে সেবা প্রদান করেন। এখানে পৌঁছানোর পর, ভূমি পরিবার এবং সর্বভারতীয় মানবাধিকার সংস্থার সহকর্মীরা আমাদের স্বাগত জানান।
আসানসোল ঊষা গ্রাম মোড়ে স্বাগত অনুষ্ঠানে সর্বভারতীয় মানবাধিকার সংস্থার বুম্বা মুখার্জি, রাজা চ্যাটার্জি, ভিকি নয়ন গান্ধী এবং আরো প্রচুর সংখ্যায় সদস্যরা উপস্থিত ছিলেন।