নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দেওয়ানহাট :: মঙ্গলবার ৪,নভেম্বর :: দেওয়ানহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা গাফিলতির অভিযোগে উত্তেজনা ছড়াল এলাকায়। জ্বরে আক্রান্ত এক নাবালিকা ছাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় স্কুলছাত্রীরা।
অভিযোগ, চিকিৎসকের অবহেলা ও সঠিক চিকিৎসার অভাবেই ওই ছাত্রীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, বৃহস্পতিবার জ্বরে আক্রান্ত অবস্থায় মেয়েটিকে দেওয়ানহাট স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছিল, কিন্তু পর্যাপ্ত নজরদারি করা হয়নি।
ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে ছাত্রীদের একাংশ *দিনহাটা–কোচবিহার রাজ্য সড়ক অবরোধ* করে বিক্ষোভ দেখায়। প্ল্যাকার্ড হাতে স্লোগান তুলে তারা জানায়—
“চিকিৎসার গাফিলতির কারণেই আমাদের সহপাঠীর মৃত্যু। এর দায় বিএমওএইচ-এর।” ছাত্রীদের দাবি, চিকিৎসাক্ষেত্রে অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার জন্য ব্লক মেডিক্যাল অফিসারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এখনো পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষ বা বিএমওএইচ-এর পক্ষ থেকে কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি।
মৃত ছাত্রীর এক আত্মীয় জানিয়েছেন, “প্রাথমিক আশ্বাসে অবরোধ উঠেছে, কিন্তু দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে নামব।”

