দেওয়াল লিখনের মধ্যে দিয়ে বিজেপি শাসিত রাজ্য গুলিতে বাংলা ও বাঙালীদের প্রতি অন্যায় অত্যাচারের অভিযোগ তুলে সরব তৃণমূল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: সোমবার ১৮,আগস্ট :: বিজেপি শাসিত রাজ্য গুলিতে বাংলা ও বাঙালীদের প্রতি অন্যায় অত্যাচারের অভিযোগ তুলে সরব তৃণমূল। বিধানসভা নির্বাচনে এই ইস্যুটিকেই সামনে রেখেই শাসক দল যে ভোট যুদ্ধে অবতীর্ণ হতে চলেছে তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডেই সেকথা স্পষ্ট।

রাজ্যে ভোটের দামামা বাজার বহু আগেই ওন্দার নাকাইজুড়ি এলাকায় বাংলা ও বাঙালীদের উপর বিজেপির ‘অত্যাচার ষড়যন্ত্রের বিরুদ্ধে ২০২৬ এর বিধানসভা নির্বাচনে দিকে দিকে তৃণমূল প্রার্থীদের জয়ী করা’র আহ্বান জানিয়ে দেওয়াল লিখনের কাজ শুরু করলেন ওই দলের নেতা কর্মীরা।

এদিন দেওয়াল লিখনের ফাঁকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলেন, ভোটের দামামা ২১ জুলাই বেজে গেছে। ওন্দার বিজেপি বিধায়ক কোন কাজ করেননি। দীর্ঘদিন ধরে কেন্দ্রের বিজেপি সরকার বাংলা ও বাঙালীর উপর নির্যাতন নামিয়ে এনেছে। সেই বিষয়টি সবার মধ্যে ছড়িয়ে দিতেই এই দেওয়াল লিখন বলে তারা জানান।

বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি কল্যাণ চ্যাটার্জীর দাবি, অবৈধ বাংলাদেশীদের বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল। বিহারের মতো এখানেও তারা বাদ যাবে।

বাঙালীদের প্রতি এতো যদি দরদ তাহলে যে কোন পূজা পার্বণে অনুমতি পেতে আদালতের দ্বারস্থ কেন হতে হয় সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 10 =