নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::জলপাইগুড়ি :: শহরে দৃশ্য দূষণ হচ্ছে বলে অভিযোগ। এবার সেই অভিযোগ কানে আসতেই দলীয় কর্মীদের সাথে নিয়ে দেওয়াল লিখন মোছার কাজ শুরু করে দিলেন জলপাইগুড়ি পুরসভার ১৭ নং ওয়ার্ডের তৃনমুল কাউন্সিলর তথা রাজবংশী সমাজের অন্যতম বিশিষ্টজন দিলীপ কুমার বর্মা। তিনি আদা জল খেয়ে এই কাজ করতে শুরু করেছেন।
পাশাপাশি পথে দেখা গেলো পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কংগ্রেসের জয়ী প্রার্থী শুভ্রা দেব ও তার কর্মীদের শহর পরিস্কারে ব্যস্ত ।শহরের বাসিন্দা পিনাক কান্তি রায় বলেন ভোটের সময় দেওয়াল লেখা হয়। ব্যানার, ফ্ল্যাগ,ফেস্টুন ইত্যাদি লাগানো হয়। কিন্তু ভোট মিটে যাওয়ার পর সেগুলি যথাস্থানে থেকে যায়। ফলে দৃশ্য দূষণ হয়।“সমস্ত রাজনৈতিক দল গুলির উচিৎ এই গুলিকে পরিষ্কার করে দেওয়া। ঘটনায় দিলীপ কুমার বর্মা বলেন এই ভাবে দেওয়াল গুলি দীর্ঘদিন ধরে লেখা থাকলে দেখতে বাজে লাগে। তাই আজ আমি আমার এলাকার দেওয়াল মোছার কাজ শুরু করে দিয়েছি। আজকেই কাজ শেষ হয়ে যাবে।
এইভাবে সবাই যদি এগিয়ে আসে তবে শহর সাফ সুতরো থাকবে বলে জানান তিনি। ঠিক একই রকম সুর শোনা গেলো কংগ্রেস প্রার্থীর গলায়।তিনিও জানিয়ে দিলেন হারি বা জিতি সবই ভগবানের হাতে।তাই বলে নিজের শহরকে পরিষ্কার করবো না ?