নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুবরাজপুর :: বুধবার ২৫,ডিসেম্বর :: বিগত ১৫ বছর ধরে রাস্তা খারাপের জন্য ভুগতে হচ্ছিল দুবরাজপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চমরু চকপাড়ার বাসিন্দাদের। কিন্তু এবার থেকে খারাপ রাস্তার জন্য আর ভুগতে হবে না।
দুবরাজপুর পৌরসভার উদ্যোগে এবং এই ওয়ার্ডের কাউন্সিলার তথা উপ পৌরপতি মির্জা সৌকত আলীর ঐকান্তিক প্রচেষ্টায় নতুন ঢালাই রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। এই রাস্তা চলাচলের অযোগ্য ছিল বলে অভিযোগ এলাকাবাসীদের। তবে দীর্ঘদিন পর এই রাস্তা হওয়ায় খুশি তাঁরা।
দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে এই নতুন রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে। ৫০০ মিটার রাস্তা তৈরি করতে খরচ প্রায় সাড়ে চার লক্ষ টাকা হয়েছে বলে জানালেন দুবরাজপুর পৌরসভার উপ পৌরপতি মির্জা সৌকত আলী। তাছাড়াও নমাজ পড়ার জন্য এখানে হুসাইনি মসজিদ যেতে খুবই কস্ট করে পারাপার করতে হত মোসাল্লিদের। এবার আর সেই কষ্ট করতে হবে না।
সেখ রবিউল আজম এবং সেখ মুস্তাক আলম জানান, এই রাস্তা হওয়ায় আমাদের খুব সুবিধা হল। কারন কোনো রোগীকে এম্বুলেন্সে নিয়ে যাওয়া যেত না। এমনকী বাড়ি নির্মাণ করার জন্য ইট, বালি, পাথর দূর থেকে বইয়ে আনতে হত। প্রায় ১৫ বছর পর এই রাস্তা হল। আমরা পৌরসভার উপ পৌরপতি মির্জা সৌকত আলীকে এলাকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।