নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ২৯,মার্চ :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের ৪ নম্বর স্যান্ডেল বিলের ছোট্ট একটি শিশু বয়স মাত্র ৪৫ দিন একাধিক সরকারি হসপিটালে গেলেও চিকিৎসা পাচ্ছেন না বলে তার পরিবার অভিযোগ করছেন।
বারবার গেলেও বাচ্চাকে কোন চিকিৎসা ও ওষুধপত্র কোন কিছু মিলছে না এমনই অভিযোগ করছে পরিবার। একাধিকবার যাওয়ার পরেও কলকাতা শিশু মঙ্গল হসপিটালে মিলছে না পরিষেবা । পেটে টিউমার নিয়ে বারে বারে যাবার পরেও মিলছে না পরিষেবা ও তাদেরকে বের করে দেওয়া হচ্ছে।
এই চিকিৎসা অত্যন্ত জটিল ব্যয় সাপেক্ষ। সরকারি একাধিক হাসপাতালে গেলেও এই চিকিৎসা পরিষেবা পাচ্ছে না। মা বাবার আকুতি তার এই শিশু কন্যা যেন চিকিৎসা পায় তার জন্য আবেদন জানাচ্ছেন।