সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: রবিবার ১৫,অক্টোবর :: দেবিপক্ষে রোহিত শ্রেয়াসের হাত ধরে পাক বধ ভারতের। এদিন হাইভোল্টেজ ম্যাচে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। তবে রোহিত শর্মার বিধ্বংসী ব্যাটিং এর সামনে পাকিস্তান দিশাহারা।পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে একটা সময় যথেষ্ট স্থিতিশীল ছিল। মনে হচ্ছিল ৩০০ রানের গণ্ডি পার করবে।
তবে ভারতীয় বোলিং লাইন আপ পাকিস্তানের সামনে এসে অভিপ্রায় কার্যত সফল করতে দেয়নি। মহম্মদ সিরাজদের বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। মাত্র ১৯১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জেতার জন্য ১৯২ রান করতে হবে এই লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে রোহিত ব্রিগেড।
এদিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনবদ্য ব্যাটিং করেন রোহিত শর্মা। লেজার শোর থেকেও ক্ষিপতা ছিল রোহিতের ব্যাটিংয়ে। অনবদ্য ৮৬ রানের ইনিংস খেলার রোহিত শর্মা। তবে আজ বিরাট ও গিল দুজনেই বড় রান করতে পারেননি। দুজনেই ১৬ রানে আউট হয়ে যায়। তবে শ্রেয়াস আইয়ার ৫৩ রানে নট আউট থাকেন। শেষ পর্যন্ত ভারত অনায়াসে সাত উইকেটে ম্যাচ জিতে নেয়।