দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের মন্দিরের সৌন্দর্যায়ন সম্পন্ন, আনুষ্ঠানিকভাবে খুলে গেল সাধারণ মানুষের জন্য।

নিজস্ব সংবাদদাতা  :: সংবাদ প্রবাহ :: শিকারপুর :: বৃহস্পতিবার ২৫,সেপ্টেম্বর :: শিকারপুরে অবস্থিত ঐতিহ্যবাহী দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের মন্দিরের সৌন্দর্যায়নের কাজ সম্পূর্ণ হলো।

গত ১০ তারিখ জলপাইগুড়ি থেকে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সৌন্দর্যায়ন পরিকাঠামোর উদ্বোধন করেছিলেন। আজ পূজা দিয়ে আনুষ্ঠানিকভাবে সাধারণ মানুষের জন্য মন্দির খুলে দেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।

বিধায়ক জানান, দুই শতাধিক বছরের পুরনো এই মন্দির প্রতিদিন বহু ধর্মপ্রাণ মানুষ ও পর্যটকের আকর্ষণের কেন্দ্র। প্রায় সাত বছর আগে ভয়াবহ আগুনে পুড়ে গিয়েছিল মন্দিরটি। পরে রাজ্য সরকারের উদ্যোগে একই আদলে পুনর্নির্মাণ করা হয় মন্দির ও মূর্তি।

সৌন্দর্যায়ন কাজে গজলডোবার ডেভেলপমেন্ট অথরিটি পক্ষ থেকে প্রায় এক কোটি টাকা ব্যয় হয়েছে। মন্দিরে নির্মিত হয়েছে সীমানা প্রাচীর, গেট, সোলার লাইট এবং ভক্ত ও দর্শনার্থীদের বসার ব্যবস্থা। সীমানা প্রাচীরে ফুটিয়ে তোলা হয়েছে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের বীরত্বগাথা।

আজকের পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মন্দির খুলে দেওয়া হলো সাধারণ মানুষ ও পর্যটকদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + four =