সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলতলি :: মঙ্গলবার ২.এপ্রিল :: কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শানকিজাহান এলাকার ঘটনা । অভিযোগ বিজেপির দেয়াল লেখার সময় তৃণমূল কর্মীরা তাদের ওপরে হামলা চালায় । অভিযোগ এই ঘটনায় বিজেপি কর্মী নিরঞ্জন দাস কে বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীরা ।
ঘটনায় নিরঞ্জনের চিৎকারে আশেপাশের মানুষজন ছুটে এসে তাকে উদ্ধার করে ।সেখান থেকে নিয়ে যাওয়া হয় জামতলা গ্রামীণ হাসপাতালে । সেখানে চিকিৎসাধীন বিজেপি কর্মী। এই ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল । পাল্টা তৃণমূল কর্মী নিত্য দাস অভিযোগ করেন, তাকে বেধড়ক মারধর করে বিজেপি কর্মী সমর্থকরা।
অভিযোগ তিনি দোকানে যাবার পথে শোনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুকথা বলায় তার প্রতিবাদ করে, তখনই বিজেপি কর্মী সমর্থকরা তার ওপরে হামলা চালায়। ঘটনায় তৃণমূল কর্মীর নিত্য দাস জামতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। দুটি ঘটনায় অভিযোগ দায়ের । কুলতলী থানা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ।