নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ১,জানুয়ারি :: দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন, তার মধ্যেই গাড়িতে জাতীয় পতাকা লাগিয়ে ঘুরতে দেখা গেল রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে। বর্ধমান শহরের টাউন হল ময়দানে শুরু হল ‘খাদি মেলা’।
সরকারি এই অনুষ্ঠানে আসা মন্ত্রীর গাড়িতে জাতীয় পতাকা লাগানো ছিল। এই বিষয় নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করায় মেজাজ হারালেন মন্ত্রী স্বপন দেবনাথ।
যেখানে রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে সেখানে কীভাবে গাড়িতে জাতীয় পতাকা লাগাতে পারেন। সাংবাদিকরা এই প্রশ্ন করতেই চটে যান তিনি। যদিও সঙ্গে সঙ্গে তাঁর গাড়ির চালককে নির্দেশ দেন গাড়ি থেকে জাতীয় পতাকাটি খুলে দিতে।
দীর্ঘদিনের আইনজীবী ও রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী কীভাবে রাষ্ট্রীয় শোক পালনের মধ্যে গাড়িতে জাতীয় পতাকা লাগাতে পারেন, সেই প্রশ্ন উঠেছে।