নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ৬,আগস্ট :: দেশি মদের কারখানা চালু করার দাবিতে আন্দোলনে নামলেন ইউ টি ইউ সি পরিচালিত হিমালয়ন ইন্ডেভার মজদুর ইউনিয়ন।
আন্দোলনের অঙ্গ হিসাবে বুধবার দুপুরে সংগঠনের কর্মী এবং শ্রমিকরা শহর জুড়ে মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান।
বিক্ষোভ দেখানোর পর এই মর্মে জেলা শাসকের হাতে একটি স্মারক পত্র তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় দেশি মদের কারখানা থেকে সাসপেনশন অফ ফ্যাক্টরি অপারেশন আদেশ অবিলম্বে প্রত্যাহার করে কারখানা চালু করতে হবে এই দাবিতে আজকে তাদের আন্দোলন।