নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাটোয়া :: শুক্রবার ১৬,মে :: দেশীয় ভাষায় প্রথম সংবাদ পত্র হিসাবে স্বীকৃতি পেয়েছিল বেঙ্গল গেজেটিয়ার যার জনক হলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। তিনি সংবাদ পত্রের সম্পাদক, প্রকাশক এবং মুদ্রাকর ছাড়াও পুস্তক বিক্রি করেছেন ।
বেঙ্গল গেজেটিয়ার এর প্রকাশ কাল ১৮১৮ খ্রিস্টাব্দের ১৫ই মে , শুক্রবার দিনটিকে স্মরণ দিবস হিসাবে ধার্য ও গণ্য করা হয়। প্রতিবছরের মতন এই বছরও ১৫ ই মে বৃহস্পতিবার তার জন্মভিটা কাটোয়ার বহড়া গ্রামে গঙ্গা কিশোর স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে এক স্মরণ সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায়, পূর্বস্থলী ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কালিশংকর ব্যানার্জি সহ বহু প্রবীণ এবং নবীন সাংবাদিকেরা।