কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৩০,ডিসেম্বর :: ৫২৮ টাকায় মালদহ থেকে ব্যাঙ্গালুরুতে পৌঁছবে অমৃত ভারত। মালদহ টাউন স্টেশন থেকে চালু হল “অমৃত ভারত” এক্সপ্রেস।আজ মালদা থেকে ব্যাঙ্গালোর পৌছবে বহু প্রতীক্ষিত এই ট্রেন। ৪২ ঘন্টায় মালদা থেকে ব্যাঙ্গালোর পৌছবে এই ট্রেন।ঘন্টায় গতিবেগ হবে ১৩০ কিলোমিটার।সব মিলিয়ে ২২ টি কামরা থাকবে এই ট্রেনে। যার মধ্যে আটটি সাধারণ কামরা। যাত্রী স্বাচ্ছন্দের আধুনিক নানা সুবিধা থাকছে এই অমৃত ভারত এক্সপ্রেসে।

দেশের মধ্যে দ্বিতীয় এই অমৃত ভারত এক্সপ্রেস চলছে মালদহ হয়ে। মালদা টাউন স্টেশনের মুকুটে ‘অমৃত ভারত’ এক্সপ্রেস নতুন পালক। এমনটাই মনে করছেন রেল কর্তৃপক্ষ থেকে জনপ্রতিনিধিরা এবং আজকের দিনের সাক্ষী থাকা ট্রেন যাত্রীরা।