দেশে ফিরলেন মহাকাশচারী শুভাংশু শুক্লা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: রবিবার ১৭,আগস্ট :: অবশেষে দেশের মাটিতে ফিরলেন ভারতের গর্ব মহাকাশচারী শুভাংশু শুক্লা। দীর্ঘ মহাকাশ মিশন সফলভাবে সম্পন্ন করে শনিবার গভীর রাতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইসরো-র চেয়ারম্যান, প্রতিরক্ষামন্ত্রী সহ বহু গণ্যমান্য ব্যক্তি।

শুভাংশুর প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে ভিড় জমায় সাধারণ মানুষও। তাঁকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত জনতা। তাঁকে অভ্যর্থনা জানাতে বিশেষ আয়োজনও করা হয়। ফুলের তোড়া আর করতালির মধ্যেই দেশের মাটিতে প্রথম পা রাখেন শুভাংশু।

সূত্রের খবর, কিছুদিন তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য আইএমএসসি (ISRO Medical Support Centre)-তে পর্যবেক্ষণে থাকবেন। এরপর বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী তাঁর হাতে সংবর্ধনা তুলে দেবেন।

উল্লেখ্য, শুভাংশু শুক্লা গত কয়েকমাস ধরে মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই মিশনের মাধ্যমে ভারতের মহাকাশ অভিযানে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =