নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ৯,ফেব্রুয়ারি :: দেশ জুড়ে বন্ধের মুখে সর্বভারতীয় বেসরকারি কোচিং সেন্টার। দুর্গাপুরের সিটি সেন্টারেও একই অবস্থা। টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ অভিভাবকদের। অভিভাবকদের অভিযোগ, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতেও এখন অনিশ্চয়তার মধ্যে।
আগাম কোন বিজ্ঞপ্তি না দিয়েই হঠাৎ করে বন্ধ করতে চাইছে কোচিং সেন্টার। চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। এক অভিভাবক পম্পা মন্ডলের অভিযোগ,”ভর্তি ফি বাবদ মোটা টাকা নেওয়া হয়েছে। কিন্তু এখন বলছে ক্লাস হবে না। তাহলে আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যতের কি হবে।
আর এত টাকাই বা কি হবে। আমাদের টাকা ফেরত দিতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।” পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ।