দেশ ডিজিটালের পথে এগোচ্ছে তখন আজও অন্ধকারে মধ্যে দিন কাটাচ্ছে ইংরেজবাজার ব্লকের কোতুয়ালি অঞ্চলের কাজলদিঘি বাগানপাড়া এলাকার ১৯ টি পরিবার ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২৮,জুলাই :: বিদ্যুতের আলো আজও পৌঁছায়নি ঘরে ঘরে। এখনো ভরসা প্রদীপের টিম টিম আলো, যখন দেশ ডিজিটালের পথে এগোচ্ছে তখন আজও অন্ধকারে মধ্যে দিন কাটাচ্ছে ইংরেজবাজার ব্লকের কোতুয়ালি অঞ্চলের কাজলদিঘি বাগানপাড়া এলাকার ১৯ টি পরিবার ।

পরিবারগুলির অভিযোগ, দপ্তরকে বিদ্যুৎ সংযোগের জন্য হাজার টাকা করে দেওয়া হয়েছে তারপরেও লাইন এখনো আসেনি। ভোট আসে ভোট যায় প্রতিবারই নেতারা তাদের কাছে এসে ভোট নেওয়ার সময় বিদ্যুৎ আমরা করে দেবো বলে আশ্বাস দেয় কিন্তু ভোট পেরিয়ে গেলে নেতাদের আর দেখা পাওয়া যায় না এলাকায়।

কেরোসিন তেলের প্রদীপের আলোতে বাচ্চাদের পড়াশোনা করতে হয় তাতে খুদেদের প্রচন্ড সমস্যা হয়।
এলাকায় বেশ কয়েক বছর আগে ইলেকট্রিক পোল বসানো হয়েছে কিন্তু এখনো বিদ্যুৎ সংযোগ হয়নি।
এলাকাবাসীর অভিযোগ বহুবার তারা বিদ্যুৎ দপ্তরকে বিষয়টি জানিয়েছেন জনপ্রতিনিধিদের জানাচ্ছেন তাও বিদ্যুৎ আসলোনা এখনো। অন্ধকারের মধ্যেই থাকতে হয়, গরমে প্রচন্ড সমস্যার মধ্যে জীবন যাপন কাটাতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 10 =