নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়নাগুড়ি :: রবিবার ১০,মে :: বাবা মায়ের চোখে জল! তবে ছেলের জন্য গর্বিত তারা। যুদ্ধের দামামা বেজে উঠেছে চারিদিকে। দেশ মায়ের সেবার জন্য ঘর ছাড়ল মনোরঞ্জন, গর্বে বুক ভরছে তিস্তাপাড়ের।
দেশজুড়ে রন ডংকার আওয়াজ, ঠিক তখনই জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার পানবাড়ি গ্রামের তরুণ মনোরঞ্জন রায় রেশমায়ের সেবা করবার জন্য পাড়ি দিলেন ভারতীয় সেনার অগ্নিবীর পদে যোগ দিতে। ছেলেকে বিদায় জানাতে গিয়ে মায়ের চোখে জল।
পিতার পাথর চাপা কষ্ট, তবে মনোরঞ্জন যে প্ৰতিজ্ঞাবদ্ধ । মনোরঞ্জন যখন রওনা হল, প্রায় গোটা গ্রাম তাকে বিদায় জানালো গর্বিত তারা। তাদের গ্রামের ছেলে দেশ মায়ের সেবার জন্য প্রস্থান করেছে। যুদ্ধের ছায়া যখন দেশজুড়ে, তখন ছেলেকে সেনাবাহিনীতে পাঠিয়ে গর্বে চোখ ছলছল করছে কৃষক বাবা ও গৃহবধূ মায়ের।মনোরঞ্জনের বাবা জানালেন ছেলের জন্য গর্বে বুক ভরে যাচ্ছে তার।