দেশ স্বাধীন হলে তাদের জমিদারি সিংহভাগ অংশ চলে যায় সীমান্তের কাঁটাতারের ওপারে কিন্তু বাকিটা থেকে যায় ভারতবর্ষে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মালদা জেলার পূর্বপ্রান্তে হবিবপুর থানার সিঙ্গাবাদ তিলাসন এলাকায় অবস্থিত সিঙ্গাবাদ জমিদার স্টেট। ১৯৪৭ সালে দেশ বিভাজনের ফলে এই জমিদারী স্টেটের সিংহভাগ অংশ তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশে অংশে পড়লেও আজও ভারতীয় ভূখণ্ডে সীমান্তের কাঁটাতার থেকে 50 মিটার দূরত্বে অবস্থিত বিশাল জমিদার বাড়ি।

সময়ের সাথে জমিদারি চলে গিয়েছে। সুবিশাল বাড়ির বিভিন্ন অংশ জুড়ে ধরেছে ফাটল। কিন্তু এখনো অক্ষুন্ন রয়েছে ঐতিহ্য। প্রথম এনে এবারও হতে চলেছে সিঙ্গাবাদের জমিদার স্টেট এর দুর্গা পুজো। ২২২ বছর ধরে এই পুজো হয়ে আসছে।

উত্তর প্রদেশ থেকে এই জমিদার পরিবার ব্যবসায়িক সূত্রে চলে আসেন এখানে এবং এখানেই জমিদারি কিনে তাদের রাজত্ব শুরু করেন। দেশ স্বাধীন হলে তাদের জমিদারি সিংহভাগ অংশ চলে যায় সীমান্তের কাঁটাতারের ওপারে কিন্তু বাকিটা থেকে যায় ভারতবর্ষে।

সেই আমলে ব্রিটিশ শাসক থেকে কয়েক হাজার মানুষ এই পুজোতে অংশগ্রহণ করতে আসতেন। এমন কি দেশ স্বাধীন হওয়ার পরও সীমান্তের ওপর থেকে মানুষ আসতেন এই পুজো দেখতে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখন সেই রকম পরিস্থিতি নেই। তবে রয়ে গেছে ঐতিহ্য। রয়েছে ইতিহাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 17 =