নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নন্দীগ্রাম :: বৃহস্পতিবার ২৬,ডিসেম্বর :: দোকানের মধ্যে এক তৃণমূল কর্মীর মৃত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রামের সাতেঙ্গাবাড়ি এলাকায়। মৃত ব্যক্তির নাম মহাদেব বিষয়ী। তিনি নন্দীগ্রামের গোকুলনগরের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে নিজের দোকানের ভেতর থেকে ওই ব্যক্তির রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। মৃত মহাদেব বৃন্দাবনচক দক্ষিণ ২৫৩ নম্বর বুথের তৃণমূল কর্মী। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল নেতৃত্বরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাতেঙ্গাবাড়ি বাজারে দীর্ঘদিন ধরেই মহাদেবের একটি ছোট্ট অস্থায়ী চা দোকান ছিল। বৃহস্পতিবার সকালে সেই দোকানঘরের ভেতর থেকেই তাঁর রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ পাওয়া গিয়েছে।
স্থানীয়দের দাবী, মহাদেবকে পিটিয়ে খুন করে দোকানের ভেতর ফেলে রাখা হয়েছে। আজ সকালে ঘটনার খবর পেয়েই নন্দীগ্রাম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।