সুদেষ্ণা মন্ডল:: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: পাথরপ্রতিমার দুর্গা গোবিন্দপুর এলাকায় দোকান বাঁধা কে কেন্দ্র করে গৃহবধূ জয়িতা জানাকে মারধরের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে । মারাত্মক জখম অবস্থায় আলোক দেবনাথ(৩৫) জয়িতার স্বামী ভক্তিপদ জানাকে মাধবনগর গ্রামীণ হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হল কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে।স্হানীয় সুএে জানা গিয়েছে দুর্গা গোবিন্দপুর এলাকায় আলোক দেবনাথের একটি দোকান আছে। হঠাৎ করে দেখা যায় দুপুরে ভক্তিপদ জানা এবং তার স্ত্রী জয়িতা জানা দোকান ঘরের চতুর্দিকে বাঁশের বেড়া দিতে শুরু করে,তখন বাধা দেয় আলোক দেবনাথ। তখনই এই গৃহবধূকে মারধর করা হয় বলে অভিযোগ, প্রতিবেশীরা ওই গৃহবধূকে নিয়ে পাথরপ্রতিমা থানায় অভিযোগ দায়ের করেন পুলিশ তদন্ত শুরু করেছে।