নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দোখলবাটী :: রবিবার ৪,এপ্রিল :: জয়কৃষ্ণপুর হাই স্কুলের ছাত্র পার্থসারথি মোহান্ত এবছরের মাধ্যমিক পরীক্ষায় ৫৭৫ নম্বর পেয়ে নিজের বিদ্যালয়ের গর্ব হয়ে উঠেছে। পিতা সিদ্ধার্থ মোহান্তের ছেলে পার্থসারথির এই অসাধারণ সাফল্যে খুশি গোটা জয়কৃষ্ণপুর অঞ্চল থেকে শুরু করে দোখলবাটী গ্রাম।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে সহপাঠী ও গ্রামবাসীরা সকলেই এই কৃতী ছাত্রকে শুভেচ্ছা জানিয়েছেন। বিদ্যালয়ের সভাপতি সাক্কার আলি জানান, “আমাদের স্কুলের একজন ছাত্র এমন ফল করায় আমরা অত্যন্ত গর্বিত।
এটি অন্যদেরও অনুপ্রাণিত করবে।” বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা বলেন, “পার্থসারথির মতো ছাত্রদের দেখে বাকিরাও উৎসাহিত হবে। এমন পরিশ্রমী ছাত্র আজকের সমাজের জন্য দৃষ্টান্ত।”
স্থানীয় তৃণমূল কংগ্রেসের দোখলবাটী অঞ্চল সভাপতি রুহুল আমিন ডাবলু বলেন, “এটা আমাদের গোটা এলাকার জন্য গর্বের মুহূর্ত। এমন প্রতিভা আমাদের সমাজকে আলোকিত করবে। আমরা চাই ও আরও এগিয়ে যাক।”
পার্থসারথির এই সাফল্য শুধু তাঁর পরিবারের নয়, গোটা অঞ্চলের প্রেরণা হয়ে উঠেছে। গ্রামের বিশিষ্ট নাগরিকরাও তাঁকে সম্মান জানিয়েছেন। ভবিষ্যতে এই কৃতী ছাত্র আরও বড় কিছু করবে বলেই আশাবাদী সবাই।