নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: বৃহস্পতিবার ১৩,মার্চ :: দোতলার ঠাকুরঘরে হঠাৎই ভয়াবহ আগুন লেগে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো নদীয়ার শান্তিপুরের নৃসিংহপুর বাবলাবন এলাকায়। আগুনে পুড়ে ছারখার হয়ে যায়, ঠাকুরঘর সহ বেশ কিছু অন্যান্য আসবাবপত্র।
বাড়ির মালিক মানিক সাহার দাবি, লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতির সম্ভাবনা। হঠাৎই আগুন দেখতে পায় প্রতিবেশীরা, এরপর প্রত্যেকেই হাতে হাত লাগিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। দমকলকে খবর দিলে ঘটনাস্থলে যায় একটি ইঞ্জিন, এরপর বেশ কয়েকজন কর্মী মিলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
বাড়ির সদস্যদের দাবি, হয়তো ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। তবে বড়োসড়ো ক্ষয়ক্ষতির থেকে রক্ষা পেয়েছে গোটা পরিবার।