কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন৷ ঠিক তার আগেই তৃণমূলের বিধায়কের গলায় জুতোর মালা পরাতে তৈরি গোটা গ্রাম৷ ঘটনাটি ঘটেছে রতুয়া-১ ব্লকের ভাদো পঞ্চায়েতের চাপরা গ্রামে৷ যদিও এনিয়ে বিধায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার আশ্বাস জেলা পরিষদের।
জানা গিয়েছে, চাপরা গ্রামে ঢোকার মুখে রয়েছে বারোমাসিয়া নালা৷ সেই নালার উপর গ্রামের ঢোকার মুখে তৈরি হচ্ছে নবনির্মিত কালভার্ট। কালভার্টের কাজের মান নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। এই কাজের জন্য মালদা জেলা পরিষদের তরফে বরাদ্দ করা হয় প্রায় ৩২ লক্ষ টাকা৷ কালভার্ট নির্মাণের কাজ প্রায় শেষ৷ এখন চলছে অ্যাপ্রোচ রোড নির্মাণের কাজ৷
এরই মধ্যে বিপত্তি৷ কালভার্টের চারটি ঢালাই করা পাখনাতেই দেখা দিয়েছে বড়সড় ফাটল৷ এনিয়ে রতুয়ার বিধায়ক সমর মুখার্জির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসী।