দোলের আগে গতকাল বারুইপুর পুলিশ জেলা জুড়ে তল্লাশি, নাকা – গ্রেপ্তার মোট ৩২৮ জন

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: দোলের আগে গতকাল বারুইপুর পুলিশ জেলা জুড়ে চলে তল্লাশি, নাকা। বিভিন্ন কেশ-এ গ্রেফতার ৫১ জন; ওয়ারেনট আসামী গ্রেফতার ৫৪; প্রিভেন্টিভ গ্রেফতার ২২৩। বাসন্তী থানাতে বেআইনী মদসহ ধরা পড়ল একটি অটো এবং বেআইনি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক।

বাসন্তী থানায় অভিযুক্ত আসামি সৌমিত্র কয়াল নামে এক ব্যক্তি প্রচুর পরিমাণে মদ অসাধু ব্যবসার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তাকে একটি অটো সমেত গ্রেপ্তার করা হয় যার কাছ থেকে ৩৩৪ বোতল দেশজ মদ বাজেয়াপ্ত করা হয় যার আনুমানিক পরিমান প্রায় ২০০ লিটার।

এ ছাড়াও বাসন্তী থানা গোপন সূত্রে খবর পেয়ে কেষ্ট বাবুর চক থেকে সাবির পাইক নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে যার কাছ থেকে একটি দেশজ আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এই সাবির পাইক বাসন্তী এলাকার এক কুখ্যাত দুষ্কৃতী ।সে বহু অপরাধমূলক কাজ কর্মের সাথে জড়িত।

দীর্ঘ চার বছর জেলে থাকার পর কিছুদিন আগে ছাড়া পেয়ে এলাকায় আসে এবং আবার অপকর্মের সাথে জড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + one =