নিউজ ব্যুরো :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ২৫,মার্চ :: সারাদেশ যখন হোলির আনন্দে মাতোয়ারা ঠিক তখনই উজ্জয়িনীর মহাকাল মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ড। মন্দিরের গর্ভগৃহে ভস্ম আরতি চলাকালীন ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। সেই আরতি থেকেই আচমকাই আগুন লেগে যায় সেখানে। ঘটনায় একাধিক পুরোহিত সহ ১৩ জন গুরুতর জখম হয়েছেন বলে খবর।
জানা গিয়েছে, এদিন সকালে হোলি উপলক্ষে উজ্জয়িনীর মহাকাল মন্দিরের গর্ভগৃহে ভস্ম আরতির আয়োজন করেছিল মন্দির কর্তৃপক্ষ। পাশাপাশি চলছিল ভক্তদের আবির খেলা। সে সময়ই আচমকা গর্ভগৃহে আগুন ধরে যায়। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে। আগুন দেখেই উপস্থিত ভক্তরা প্রাণ বাঁচাতে এদিক-সেদিক ছুটতে শুরু করেন।
ঘটনাস্থলে উপস্থিত ১৩ জনের শরীরের অনেকটা করে অংশ আগুনে ঝলসে যায়। আহতদের মধ্যে অধিকাংশই মন্দিরের পুরোহিত তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। আপাতত তাঁরা সকলেই চিকিৎসাধীন।