দ্বিতীয় ইনিংস শুরু করলেন একদা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ৭,এপ্রিল :: দ্বিতীয় ইনিংস শুরু করলেন একদা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন। আজ কলকাতা থেকে বন্দেভারতে মালদায় আসলেন ভোটার তালিকা সংশোধন কমিটির তৃণমূল কংগ্রেস দলের জেলার সভাপতি হয়ে।

মালদা স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তিনি দলের সৈনিক। দলের নির্দশকে কার্যকরী করতে মালদায় ফিরেছেন। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি পদে রয়েছেন। তবে দলের বাড়তি দায়িত্ব পালনে তিনি কাজ করবেন। এই জেলায় বেশকিছু ভূতুড়ে ভোটার রয়েছে।

তা সন্ধান করে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন। পাশাপাশি বুথ স্তর থেকে ব্লক স্তর এমনকি জেলা স্তরে দলের অভ্যন্তরে কোন সমস্যা থাকলে তা বৈঠক করে সমাধানের চেষ্টা করা হবে। নতুবা রাজ্যে রিপোর্ট দেওয়া হবে। প্রতি সপ্তাহে দলীয় বুথ স্তরে কমিটির সাথে বৈঠকও হবে।

এই জেলায় খারাপ ফল নিয়ে দলের সেনাপতি অভিষেক ব্যানার্জীর অসন্তোষের পর মোয়াজ্জেম হোসনকে এই বাড়তি দায়িত্ব জেলার রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। জেলাতে দলের কোন্দল ঘিরে অস্বস্তিতে রাজ্য নেতৃত্ব। তা আগামীদিন কোন পরিস্থিতি তৈরী করবে তা সময় বলবে।

তবে আসন্ন বিধানসভা নির্বাচনে ভাল ফল করার ক্ষেত্রে উদ্যোগী হবেন এবং তা করবেন। তা নিয়ে আশাবাদী মোয়াজ্জেমবাবু। মোয়াজ্জমবাবুর এই প্রত্যাবর্তন ঘিরে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যপক উৎসাহ লক্ষ্য করা যায়। স্টেশনে ঘিরে মোয়াজ্জমবাবুকে সংবর্ধনা দেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 8 =