সুদেষ্ণা মন্ডল / সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: বুধবার ২০,ডিসেম্বর :: একটি মেয়েবাড়ীর পিছনে চিলেকোঠায় লুকিয়ে ছিলো । বেশীদিন না । মাত্র ৭৬১ দিন। ২৫ মাস, অর্থাৎ দুই বছরের একটু বেশী। যেখানে লুকিয়ে ছিলো সেই জায়গাটার আয়তন ৪৫০ বর্গফুট। আর ওইটুকু জায়গায় মেয়েটি সহ মোট ছিলো আটজন।
দুই বছর সময় কালে ওই জায়গাতেই থাকতো তারা, ঘুম থেকে ওঠা, প্রকৃতির ডাকে সাড়া দেওয়া , সামান্য কিছু খাওয়া । ওইখানেই সকাল-সন্ধ্যে-রাত দেখা। বাইরে সারা শহরে নাৎসি বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে ।গেস্টাপো ঘুরে বেড়াচ্ছে । উপরে আকাশ থেকে বোমা বর্ষণ হচ্ছে। ধরা পড়লেই শেষ।


মেয়েটি এত কিছু হয়ে যাওয়ার পরেও আনন্দ, সৌন্দর্য, মানুষের মহত্ত্ব এসবের উপর বিশ্বাস হারায়নি। মেয়েটি যেই সব কথা লিখেছিলো তার থেকে কয়েকটি প্রিয় উদ্ধৃতি ‘ভাবলে ব্যাপারটা কতো চমৎকার যে, আসলে পৃথিবী বদলে দেবার জন্য কারও এক মুহূর্ত অপেক্ষা করার দরকার নেই’। ‘চারিদিকের যেসব সৌন্দর্য এখনও বাকী আছে তা দেখো আর আনন্দিত হও’। ‘আমি লিখতে শুরু করলেই সব ঝেড়ে ফেলতে পারি। আমার দুঃখ দূর হয়ে যায়, আমার সাহস ফিরে আসে’।
‘আমি দেখেছি সৌন্দর্য কোথাও না কোথাও শেষমেশ থাকেই। প্রকৃতিতে, সূর্যালোকে, স্বাধীনতায়, নিজের ভেতরে। আর এই সৌন্দর্যগুলো তোমাকে সাহায্য করবেই’। ‘সবকিছুর পরেও আমি বিশ্বাস করি যে, মানুষ তার ভেতরে সত্যিই ভালো’।
মেয়েটির লেখায় বারবার ‘যতোটুকু সৌন্দর্য বাকী আছে’ এ কথা কেনো বলেছে তা বোঝা যাবে দ্বিতীয় ছবিতে। চিলেকোঠার জানালাটা গাঢ় রঙের পর্দা দিয়ে ঢাকাই থাকত, কিন্তু বাইরে বোমাবিধ্বস্ত শহরের চেহারা তখন এমনই। মেয়েটির নাম হলো এ্যানা ফ্র্যাঙ্ক।