নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ১৮,এপ্রিল :: দ্বিতীয় হুগলী সেতুর উপরে কলকাতা থেকে হাওড়া গামী যাত্রী বোঝাই বাসে বিধ্বংসী আগুন । ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ চালাচ্ছে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে বাসে আগুন ধরে যায় ইঞ্জিনে।
তবে যাত্রীদের কোন ক্ষতি হয়নি তাদেরকে সরিয়ে দেয়া হয়েছে। প্রাণ বাঁচাতে যাত্রীরা বাসের জানালা দিয়ে লাফ দেন। যাত্রীদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। তবে পুরো বাসটি আগুনে ভস্মীভূত হয়ে গেছে। পুলিশ এসে ট্রাফিক জ্যাম কমাতে ওই লেনটি ব্যারিকেড করে দেয়।