দ্বিপাক্ষিক বৈঠকের আগেই এক নজিরবিহীন দৃশ্য – একই গাড়িতে উঠলেন মোদী ও পুতিন

নিউজ ডেস্ক / কলকাতা  :: সংবাদ প্রবাহ :: বেইজিং :: সোমবার ১,সেপ্টেম্বর :: দ্বিপাক্ষিক বৈঠকের আগেই এক নজিরবিহীন দৃশ্য। একই গাড়িতে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক মহলে এই ঘটনাকে কূটনৈতিক সৌহার্দ্যের বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

                    চিনের শীর্ষ বৈঠকে মোদিজি  ও পুতিন     এ আই কল্পিত প্রতীকী  চিত্র 

সূত্রের খবর, বৈঠকের নির্ধারিত সময়ের আগেই স্থানে উপস্থিত হন পুতিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের জন্য তিনি প্রায় ১০ মিনিট অপেক্ষা করেন। এরপর দু’জনকে একসঙ্গে গাড়িতে যেতে দেখা যায়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ রাশিয়া-ভারত সম্পর্কের দৃঢ়তা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রতীক। বিশ্বরাজনীতির অস্থির পরিস্থিতির মধ্যেও দুই দেশের শীর্ষনেতার এই সৌহার্দ্যের ছবি আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ বার্তা বহন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 9 =