ব্যুরো নিউজ :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ২৭,জুলাই :: ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। এবার প্যারিসে বসছে অলিম্পিকের আসর। বহু প্রতীক্ষার পর অবশেষে শুরু হল অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান।
তবে কোনও স্টেডিয়ামে নয়, শ্যেন নদীর উপর হচ্ছে অলিম্পিকের উদ্বোধন। নিজস্ব ঐতিহ্য এবং সংস্কৃতি মিশিয়ে চমক হাজির করছে কবিতার শহর প্যারিস। তবে এখন শুধু কবিতা বা প্রেমের শহর নয়। তা এখন অলিম্পিকেরও শহর।