নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যুরো নিউজ :: শনিবার ১৬,আগস্ট :: “ দ্য বেঙ্গল ফাইলস এর ট্রেলার লঞ্চকে কেন্দ্র করে সত্যিই উত্তেজনার মেঘ ঘিরে ফেলেছে শহর—যথারীতি নয়, নাটকীয় পরিবেশ তৈরি হয়েছে।
কলকাতার একটি বিলাসবহুল হোটেলে আয়োজন করা ট্রেলার লঞ্চ হঠাৎ নিমেষেই বন্ধ করে দেওয়া হয়—হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে সামান্য অনিচ্ছা বলে সদৃশ কোনো কারণ জানানো হয় ।পরিচালক বিবেক অগ্নিহোত্রী অভিযোগ করেন, কেউ বিদ্যুৎ এর তার কেটে ফেলেছিল—যার ফলে বক্তৃতা বা প্রদর্শন বন্ধ হয়ে গিয়েছিল ।
অভিনেত্রী পল্লবী যোশী ক্ষোভ প্রকাশ করে বলেন, “Is there freedom of expression in this state?… Such a thing didn’t happen even in Kashmir,” যা স্পষ্টত স্বাধীনতা ও প্রকাশের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেয় ।
বিবেক অগ্নিহোত্রী অভিযোগ করেন, “মাল্টিপ্লেক্স চেইন কয়েকটি রাজনীতিক চাপের ভয়ে প্রিমিয়ার বাতিল করেছে”—এই রাজনৈতিক ছাপ হোটেলকেও প্রভাবিত করেছে বলে তিনি মনে করেন ।
সৌমিত্র খান -এর দৃঢ় মন্তব্য । তিনি বলেন, “This is not just about canceling a cultural event—it’s an attempt to silence the voice of Bengal” ।
‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার প্রদর্শন বসিয়ে দেয়ার ঘটনায় পুরো শহর উত্তেজনায় ফুটছে —নামেও ‘বেঙ্গল ফাইলস’ রাখা এবং ১৯৪৬ সালের ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপট উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে ।