কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১৪,ফেব্রুয়ারি :: দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ৩১ নম্বর জাতীয় সড়কে উল্টে গেল ইট বোঝাই লরি।মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত চাঁচল ও হরিশ্চন্দ্রপুর ৩১ নম্বর জাতীয় সড়কের বটতলা নাকা চেক পয়েন্ট এলাকার ঘটনা।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে,এদিন ইট বোঝাই লরিটি হরিশ্চন্দ্রপুর হয়ে চাঁচলের দিকে যাচ্ছিল সেই সময় বটতলা নাকা চেক পয়েন্ট ঢোকার আগেই দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।অল্পের জন্য রক্ষা পেয়েছেন পথ চলতি কয়েকজন মানুষ।অতিরিক্ত ইটের লোড এবং প্রচণ্ড গতির ফলে ইট বোঝাই গাড়ি দুর্ঘটনা ঘটছে।
কিছু দিনে আগে হরিশ্চন্দ্রপুর থানার ইলাম গ্রামের গ্রামীণ রাস্তায় ওভার লোড ইট বোঝাই নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে যায়।এলাকায় ওভার লেডিং দাপিয়ে চলছে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।