নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ২৮,মার্চ :: দ্রুত গতিতে এসে লরির পিছনে ধাক্কা মারল যাত্রীবাহী বাস। বুধবার দুর্ঘটনাটি ঘটে বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের সেহারাবাজার এলাকায় সেহারা গ্রাম পঞ্চায়েত অফিস এর সামনে শ্রীকৃষ্ণ বাস স্টপেজে। দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের কোন যাত্রী আহত হন নি ।
ঘটনাস্থলে দ্রুত এসে পৌঁছায় সেহারাবাজার ফাঁড়ির পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্মীবৃন্দ। অল্প একটু সময়ের জন্য বর্ধমান আরামবাগ রাজ্য সড়কে যানবাহন দাঁড়িয়ে পড়লেও কিছুক্ষণের মধ্যেই আবার যান চলাচল শুরু হয় পুলিশের সহযোগিতায়। প্রত্যক্ষদর্শী প্রসেনজিৎ ধাবুক বলেন লরিটি বর্ধমান থেকে আরামবাগের দিকে যাচ্ছিল।
লরির গতি আস্তে হয়ে যেতেই পিছন থেকে দ্রুত গতিতে এসে সজোরে লরির পিছনে ধাক্কা মারে বর্ধমান হেতিয়াগামী একটি যাত্রীবাহী বাস। যাত্রীবাহী বাসের কোন যাত্রী আহত হননি। কেবিনে বসে থাকা একটি ছোট্ট শিশুর কপালে হালকা আঘাত লাগে।
সেহারাবাজার ফাঁড়ির পুলিশ এর এবং এলাকাবাসীর তৎপরতায় অল্প কিছু সময়ের মধ্যেই আবার যান চলাচল শুরু হয়।। বাস কর্মীরা পালিয়ে গেলেও বাসটিকে আটক করেছে পুলিশ। লরিটিরও খোঁজ চলছে বলে জানা যায় পুলিশ সূত্রে ।