নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রানাঘাট :: রবিবার ৬,এপ্রিল :: ধনিয়াখালিতে তৃনমূলের মিছিল ওষুধের দাম বারার প্রতিবাদে একই সময় রামনবমীর শোভাযাত্রা ঘিরে পুলিশি সতর্কতা। রামনবমীর শোভাযাত্রার পথে তৃনমূল পতাকা উড়ল। কড়া পুলিশি পাহারায় পার করানো হল শোভাযাত্রা।
ধনিয়াখালি কলেজ মোড় থেকে কানা নদী পর্যন্ত শোভাযাত্রা সহকারে রাম সীতার মূর্তি নিয়ে যায় রাম ভক্তরা। শোভাযাত্রায় রাম সাজে যুবককে দেখা যায়।
অন্যদিকে কেন্দ্র সরকারের একাধিক জনবিরোধী নীতি ও ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে ধনিয়াখালি বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হারপুর মোড় থেকে ধনিয়াখালি মদনমোহন তলা পর্যন্ত মিছিল হয়। বিধায়িকা অসীমা পাত্র মিছিলের নেতৃত্ব দেন।