নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ২৪,ফেব্রুয়ারি :: আষাঢ় মাসে রথের বিষয়ে আমরা জানি, আষাঢ় মাসে রথযাত্রা উৎসব বিশাল বড় একটি উৎসব। তবে ধনেখালির কাঁকড়া খুলিতে মাঘী পূর্ণিমার তিথিতে রথযাত্রা উৎসব পালন করা হয়। গত ৫০ বছর ধরে চলছে এই প্রথা, চলতি বছরেও তার ব্যতিক্রম হয়নি।
শনিবার ছিল মাঘী পূর্ণিমা, এই বিশেষ দিনে সংশ্লিষ্ট এলাকায় প্রতিবছরের মত এই বছরও ধুমধাম করে রথযাত্রা উৎসব পালন করা হয়। হাজার হাজার মানুষ এই রথযাত্রা উৎসব দেখতে আসেন। গত ৫০ বছর ধরে চলছে এই পরম্পরা তবে মাঝখানে দশ বছর বন্ধ ছিল বিভিন্ন কারণে। আবার কিছু বছর ধরে শুরু হয়েছে এই মাঘী পূর্ণিমার তিথিতে রথযাত্রা উৎসব।
আগে ছিল বাঁশের রথ,পরবর্তীতে লোহার রথে রাধা কৃষ্ণ অধিষ্ঠান করেন। শনিবার মাঘী পূর্ণিমার তিথিতে প্রচুর মানুষ জমায়েত হয়েছিলেন এই অকাল রথযাত্রা দেখতে, সাথে জিলাপি আর পাপড় ভাজার স্বাদ নিয়েছেন সকলে।