সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সাগর :: বুধবার ২৮,আগস্ট :: ধর্মঘটকে উপেক্ষা করে তৃণমূলের শত শত তৃণমূল কর্মীরা কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের ছাত্র পরিষদের সমাবেশে যোগদান করতে ইতিমধ্যেই রওনা দিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে ।
বিজেপির ডাকা ১২ ঘন্টা ধর্মঘটকে উপেক্ষা করে এদিন গঙ্গাসাগর থেকে নদীপথে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরার নেতৃত্বে কয়েকশো তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থক নদীপথে ভেসেলে করে রওনা দেন কলকাতার উদ্দেশ্যে।
সাগরের কচুবেড়িয়া থেকে ভেসেলে ও লঞ্চে করে রওনা দেন তারা । এরপর কাকদ্বীপের লট নাম্বার ৮ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তৃণমূল ছাত্র পরিষদের এই দল। বলাই বাহুল্য বিজেপির ডাকা ১২ ঘন্টা সাধারণ ধর্মঘটের কোন প্রভাব পড়লনা সাগরে। সকাল থেকে গঙ্গাসাগর সহ গোটা সাগর ব্লক স্বাভাবিক রয়েছে গণপরিবহন। নদীপথেও চলছে যাত্রীবাহী লঞ্চ এবং ভেসেল।