ধর্মঘটের দিন স্কুলে না এলে খেলা হবে, হোয়াটস অ্যাপের মেসেজ বিতর্কে চাঞ্চল্য ডোমজুড়ের স্কুলে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ১৮ই,মার্চ :: ডিএ সহ বিভিন্ন দাবিতে কয়েকদিন আগেই ধর্মঘটের ডাক দিয়েছিল যৌথ সংগ্রামী মঞ্চ। অভিযোগ, ধর্মঘটের দিন স্কুল চালু না থাকলে খেলা হবে বলে ডোমজুড়ের একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের নাম ( পদবি উল্লেখ ছিলনা ) উল্লেখ করে শাসক দলের শিক্ষা সেলের হোয়াটস অ্যাপ গ্রুপে লিখেছিলেন জনৈক প্রাথমিক শিক্ষক তথা শিক্ষা সেলের এক সক্রিয় সদস্য।

অভিযোগ, হোয়াটস অ্যাপ গ্রুপে শুধু মেসেজ দেওয়াই নয়, পরে স্কুলে এসে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এই নিয়ে নিরাপত্তা চেয়ে প্রশাসনের দ্বারস্থ হন ওই স্কুলের শিক্ষকরা। প্রধান শিক্ষক জানান, ধর্মঘটের আগের দিন তিনি এই মেসেজ দেখেন। যদিও ধর্মঘটের দিন তিনি এবং অন্যান্য শিক্ষকরা স্কুলেও আসেন।

তবে ধর্মঘটের কথা জানতে পেরে ছাত্রছাত্রীরা ওইদিন স্কুলে আসেনি। তাঁর অভিযোগ, ওইদিন দুপুরে স্কুলে এসেও তাঁকে হুমকি দেওয়া হয়। ঘটনার কথা তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। তিনি আশঙ্কা করছেন যে তাঁর উপর হামলাও হতে পারে। প্রশাসনের কাছে লিখিতভাবে নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি।

এদিকে, যাঁর বিরুদ্ধে অভিযোগ শিক্ষা সেলের ওই সদস্য জানান দলের সঙ্গে যুক্ত শিক্ষকদের উজ্জীবিত করতে মেসেজ তিনি দেন। ওই স্কুলের প্রধান শিক্ষক ধর্মঘটের দিন মিডডে মিলের কোনও ব্যবস্থা করেননি ছাত্র ছাত্রীদের জন্য এমন অভিযোগও করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 11 =