কুমার মাধব :: সংবাদ :: মালদহ :: ১১ই,মার্চ :: সরকারি নির্দেশিকা কে উপেক্ষা করে সরকারি রাজ্য কর্মচারী সংগঠনের ডাকে দশে মার্চ শুক্রবার সারা বাংলা জুরে ধর্মঘট পালনের ডাক দেওয়া হয়েছিল। সেই ধর্মঘটের প্রভাব দেখা গেল মালদা রতুয়া টু ব্লকের আড়াইডাঙ্গা ডিবিএম অ্যাকাডেমি হাই স্কুলে। বেলা ১১ টার সময় বিদ্যালয় প্রাঙ্গনে দেখা যায় ছাত্র-ছাত্রীরা এদিক ওদিক ঘোরাঘুরি করলেও কোন শিক্ষক বা শিক্ষিকা বিদ্যালয়ের কাজে যোগদান করেননি।
শুধুমাত্র ভোকেশনাল ডিপার্টমেন্টের তিনজন শিক্ষক স্কুলে উপস্থিত হন। ছাত্রী দের প্রার্থনা করান। যদিও তাদের পক্ষে পড়াশোনা করানো সম্ভব হয়েছে ওঠেনি। প্রধান শিক্ষক না আসায় ছাত্র-ছাত্রীদের জন্য মিড ডে মিলের রান্নাও বন্ধ থাকে।
অপরদিকে একই ছবি ধরা পড়ে হরিপুর উচ্চ বিদ্যালয়েও । এখানেও ছাত্র-ছাত্রীরা উপস্থিত হলেও হলে কোন শিক্ষকের দেখা মেলেনি। হরি পুর হাই স্কুলের এক পার্শ্ব শিক্ষক জানান যে তিনি স্কুল এসেছেন কিন্তু কোন শিক্ষক না আসায় স্কুলে প্রার্থনা হলো না মিড ডে মিল রান্না হলো না এবং স্কুলে ক্লাসও হলো না।