ধর্মতলার মঞ্চ থেকে দিদিকে কুর্নিশ অখিলেশের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ২২,জুলাই :: ধর্মতলার শহীদ দিবসের মঞ্চ আলো করে আছেন অখিলেশ যাদব । বিপুল জনস্রোত দেখে উজ্জীবিত অখিলেশ যাদব। অখিলেশ বলেন, ‘‘আজ আমি এখানে। এটা মনে করায় যে, দিদির মনে কর্মীদের জন্য কতটা সম্মান রয়েছে।

আজ আমি যে আপনাদের মাঝে, তা প্রমাণ করে, যে দিদি কী ভাবে শহিদদের মনে রেখেছেন। এ রকম দলের ভবিষ্যৎ আরও মজবুত হবে।’’ অখিলেশের প্রতিটা শব্দে দিদির প্রশংসা। এর পরেই অখিলেশ বলেন, ‘‘এর আগে নির্বাচনে হাঁটতে পারছিলেন না। পায়ে প্লাস্টার নিয়েই কর্মীদের জন্য লড়েছিলেন। তখন দুটো লাইন বলেছিলাম, একজন একা লড়ছেন, এগিয়ে যাচ্ছেন। কম নেতা রয়েছেন, যাঁরা প্রাণ বাজি রেখে লড়াই করেন।”

অখিলেশ যাদব বিজেপির প্রসঙ্গ তুলে বলেন, এই দেশ থেকে সাম্প্রদায়িক শক্তিকে বিদায় করতে দিদিকে প্রয়োজন। তিনি বলেন, দিল্লিতে যাঁরা ক্ষমতায় রয়েছেন, তাঁরা তা ধরে রাখার জন্য শহীদ ধার নেন। যা খুশি তা-ই করতে পারেন।

যখন জনতা জেগে ওঠে, এই সব লোকের মিথ্যা প্রচার ধাক্কা খায়। হতাশ হয়। আমরা, আপনারা নেতিবাচক রাজনীতি করি না। ইতিবাচক রাজনীতি করি। দিদিকে নিয়ে সেই লড়াই আমরা চালিয়ে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 11 =