নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মায়াপুর :: মঙ্গলবার ২০,আগস্ট :: ধর্মীয় প্রথা ও রীতি অনুযায়ী শুরু হয়েছে ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুর ইসকনের ঝুলন যাত্রা মহামহোৎসব। ঝুলন যাত্রা উপলক্ষে অপ্রাকৃতিক সৌন্দর্য পরিবেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়েছে। প্রতিদিন বিকেল হলে অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছে মায়াপুর ইসকন পরিচালিত ঝুলনযাত্রা উৎসবে।
প্রতিদিন বিকেল হলে ইসকনের চন্দ্রোদয় মন্দির থেকে রাধা মাধবের বিগ্রহকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে, ঝুলন গার্ডেনে। সেখানে হরিনাম সংকীর্তন সহ বিশেষ পূজা পাঠের মধ্যে দিয়ে রাধামাধবের বিদ্রোহকে দোল খাওয়ানো হচ্ছে। রাধামাধবের বিদ্রোহের ঝুলনের দড়ি স্পর্শ করতে ঝুলন গার্ডেনে জমায়েত হচ্ছে অসংখ্য দেশীয় বিদেশী ভক্তরা।