ধর্মীয় ভেদাভেদের উর্ধ্বে মানুষের জন্য সেবার কাজই বড় : জাভেদ খান 

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: সোমবার ২৭,নভেম্বর ::   ‘মানুষকে মানুষ হিসেবে দেখাই মানুষের ধর্ম।‌যারা মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন রেখা টেনে দিতে চায় তাদের কাছে প্রশ্ন তাদের চিকিৎসা চলাকালে যখন  রক্তের চাহিদা মেটানোর মতো কোন পরিষেবা নিতে হয় তখন কোনো ধর্ম  বা সম্প্রদায় দেখা হয় কি? তাহলে এই ভেদাভেদ কেন ?
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়ার চণ্ডীপুরে এক অনুষ্ঠানে এসে এমনটাই বললেন রাজ্যের ত্রাণ ও বিপর্যয় মোকাবিলা  দফতরের মন্ত্রী জাভেদ আহমেদ খান। তিনি বলেন, সরকারি বা বেসরকারি দুভাবেই মানুষের জন্য কাজ করা যায়। মানুষ উপকৃত হলে জীবনের সেটাই বড় সাফল্য।
এদিন বিশিষ্ট সমাজসেবী ও কলকাতা পুলিশের প্রাক্তন আধিকারিক অন্যভাবে সমর্থ   রফিকুল হাসান পরিচালিত ওয়েস্ট বেঙ্গল মাইনোরিটিস ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হুইলচেয়ার, দুস্থদের কম্বল ও শীতবস্ত্র এবং অসহায় মেধাবী পড়ুয়াদের  আর্থিক অনুদান তুলে দেন মন্ত্রী  জাভেদ আহমেদ খান।
এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ড. নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, সিপিডিআর অল ইন্ডিয়া (মানবধিকার রক্ষা কমিশন) এর সম্পাদক বিপ্লব ঘোষ, বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি এর প্রতিনিধি রাকিবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =