ধসে অবরুদ্ধ শিলিগুড়ি – সিকিম রাস্তা, তিস্তার ভাঙনে উদ্বেগে প্রশাসন

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ২,আগস্ট :: শিলিগুড়ি:সিকিমের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ আবারও বাধাপ্রাপ্ত। টানা বৃষ্টির জেরে ফের ধস নামল শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার প্রধান রাস্তায়, ১০ নম্বর জাতীয় সড়কের ১০ মাইলের কাছে তারখোলা এলাকায়।

মঙ্গলবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাতের কারণে এই গুরুত্বপূর্ণ সড়কে একাধিক স্থানে ধস নামায় শিলিগুড়ি ও সিকিমের মধ্যে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার রাস্তাটি সম্পূর্ণ বন্ধ থাকলেও, কালিম্পং হয়ে বিকল্প পথে যাতায়াত এখনও সম্ভব। তবে সেই পথও নিরাপদ নয়। তিস্তা নদীর জলস্তর বিপজ্জনক হারে বাড়ছে।

তার জেরে তিস্তাবাজার, মালবাজার ও ক্রান্তির মতো এলাকার নদী তীরবর্তী বসতিতে নদীভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে সেতিপুল সংলগ্ন রাস্তাও ভেঙে গিয়েছে, ফলে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল থেকে একাধিকবার ধস নামে তারখোলা ও ১১ মাইল এলাকায়। পাহাড় থেকে গড়িয়ে পড়ছে বড় বড় পাথর। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, তিস্তার গতি প্রকৃতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

এদিকে সিকিমের সিংটাম মহকুমার সাংখোলা-জিংলা মারতাম ও বিয়ং গুম্পা এলাকায় একমুখী (ওয়ান ওয়ে) ট্রাফিক চালু রাখা হয়েছে। তবে থামিদাড়া সংলগ্ন ১৬ মাইলের কাছে রাস্তাটি মেরামতির কারণে বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 5 =