সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ২৫,আগস্ট :: লাগাতার বৃষ্টিস্নাত দার্জিলিং, একনাগাড়ে বৃষ্টিপাত হয়ে চলেছে। বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় ধস নেমেছে, ধস নামার কারণে দার্জিলিং এর পাতাবং এলাকায় একটি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ওই বাড়ির ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির সূত্রের খবর মিলেছে। আশঙ্কা প্রকাশ করা হচ্ছে আরো ধ্বংসস্তূপে আটকে রয়েছে। ঘটনার কারণে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সংলগ্ন এলাকায়। এই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবেলা বাহিনী, পুলিশ ও দমকল। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ।
প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই একনাগাড়ে বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে। বিশেষ করে পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাত চলছে। ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার দিনও উত্তরবঙ্গের সমতল ও পাহাড়ের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রের খবর মিলেছে।