ব্যুরো নিউজ :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ৫,জুলাই :: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দল বৃহস্পতিবার ধানবাদের চারটি ভিন্ন স্থানে অভিযান শুরু করে। অশ্বিনী শর্মা সহ স্বাস্থ্য চুক্তি কর্মী প্রমোদ সিং-এর বাড়িতে অভিযান চালায় ইডি।
তথ্য অনুযায়ী, তাদের অনেক স্থানে অভিযান চালানো হয়েছে। ইডি টিম প্রমোদ সিং এর সহযোগী শহর ভূলির সরাইধেলার বিভিন্ন বাসভবন সহ তার বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। এর পাশাপাশি বাগমারার অশ্বিনী শর্মার বাড়িতেও হানা দিয়েছে ইডি।
জানা যায়, পুরো বিষয়টিই অসামঞ্জস্যপূর্ণ সম্পদের সঙ্গে জড়িত। এর আগে, প্রমোদ সিং যখন জোড়াপোখার কমিউনিটি সেন্টারে ব্লক অ্যাকাউন্ট্যান্ট ছিলেন, সেখানেও ইডি অভিযান চালিয়েছিল। জানাযায় , এর পর প্রমোদ সিং কয়লাসহ অন্যান্য অবৈধ ব্যবসায় প্রবেশ করে বিপুল সম্পদ অর্জন করেন। এর পাশাপাশি কয়লা ব্যবসায়ী অশ্বিনী শর্মার বাড়িতেও হানা দিয়েছে ইডি দল। অশ্বিনী শর্মা কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত।