নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: মঙ্গলবার ২৫,ফেব্রুয়ারি :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার বসিরহাট ২ নম্বর ব্লকের ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতাল প্রতিদিন প্রায় দেড় থেকে দু হাজার পেসেন্ট আউটডোরে দেখাতে আসেন। বসিরহাট ২ নম্বর বাদুড়িয়া ব্লক হাড়োয়া ব্লক ও দেগঙ্গা ব্লকের সাধারণ মানুষ চিকিৎসার জন্য ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে আসেন।
কিন্তু তিন দিন ধরে কোন জল নেই। ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে শৌচালয় জল নেই দীর্ঘদিন ধরে। পানীয় জল না পাওয়ায় তীব্র সমস্যায় ভুগছে রোগীর আত্মীয় পরিজনেরা । বাইরে থেকে কিনে আনা ও বাইরের নলকূপ থেকে জল নিয়ে এসে ব্যবহার করতে হচ্ছে সাধারণ মানুষের।
হাসপাতালে মধ্যে একাধিক পানীয় জলের কল থাকলেও সেগুলো বেশিরভাগই বিকল হাসপাতাল কর্তৃপক্ষকে বারংবার বলার পরেও সুরাহা হচ্ছে না বলে অভিযোগ। হাসপাতালের বিএমওএইচ বলেন সাব মার্শাল খারাপ হয়ে গেছে ।
বাইরে থেকে জলের ট্যাঙ্ক এনে পরিষেবা দেওয়ার চেষ্টা হচ্ছে । বুধবার এর মধ্যে সমস্যা সমাধান হওয়া সম্ভব নয় । আমরা দ্রুততার সঙ্গে রোগীর কথা মাথায় রেখে আরো একটি জলের ট্র্যাঙ্ক এনে স্বাভাবিক করার চেষ্টা করছি।