ধান ক্রয় কেন্দ্রে ভুয়ো নামের তালিকা উদ্ধার করল প্রশাসনিক আধিকারিকরা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বুধবার ২২,নভেম্বর ::  ধান ক্রয় কেন্দ্রে ভুয়ো নামের তালিকা উদ্ধার করল প্রশাসনিক আধিকারিকরা। অজান্তেই অ্যাকাউন্টে চলে যেত লক্ষ লক্ষ টাকা । ১ লক্ষ ৬৯ হাজার টাকা ধান বাজেয়াপ্ত করেছে প্রশাসন
 উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের স্বরূপনগর সমবায় ধান ক্রয় কেন্দ্রে সেখানে দীর্ঘদিন ধরে ধান কেনাবেচা হয়। স্থায়ী ও কৃষক থেকে চাষিরা দীর্ঘদিন ধরে অভিযোগ করছিল এই ধান ক্রয় কেন্দ্রের মধ্যে ঢুকে পড়েছে দালাল অবৈধভাবে ভাবে ভুয়ো নাম ঢুকিয়ে তাদের একাউন্ট থেকে টাকা হাতানোর চেষ্টা করছে কিছু ফড়ে ও দালালরা।
এই নিয়ে বিডিও শুভদীপ চৌধুরীর কাছে সম্প্রতিকালে একটি অভিযোগ যায় এখান থেকে পুরো বিষয়টা খাদ্য দপ্তরকে জানানো হয় বিডিও একটি তদন্তকারী দল তৈরি করে প্রশাসনিক লেভেলের তদন্ত শুরু করতে শুরু করেন। এদিন স্বরূপনগর  সমবায় কেন্দ্রে বিডিওর  নেতৃত্বে একদল প্রশাসনিক আধিকারিকরা গিয়ে হাতেনাতে একশো পঞ্চান্ন বস্তা ধান বাজেয়াপ্ত করে।
সেখানে দেখা যায় এই ধান ক্রয় কেন্দ্রের যাদের নামের তালিকা রয়েছে তারা সম্পূর্ণ ভুয়া এবং অবৈধভাবে তাদেরকে ঢুকানো হয়েছে। প্রশাসন এই বাজেয়াপ্ত ধানগুলো ইতিমধ্যে বিডিও অফিসে মজুদ করা হয়েছে যে বুয় এটা নামের তালিকা পাওয়া গেছে তদন্ত শুরু করেছে সরুপনগর থানার পুলিশ ও বিডিও বিস্তারিত জেলা প্রশাসনকে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দেয়ার জন্য নামের তালিকা নথিভুক্ত করছে বিডিওসহ আধিকারিকরা। প্রশাসনিক স্তরে তদন্ত শুরু হয়েছেl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − six =