ধান পাহারা দিতে গিয়ে হাতির হানায় মৃত্যু

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডুয়ার্স :: রবিবার ২৫,আগস্ট :: ডুয়ার্সের লোকালয়ে হাতির হানা অব্যাহত। আবারো হাতির হানায় মৃত্যু হলো একজনের। মৃতের নাম মকসেদুল রহমান। তিনি ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্ৰাম পঞ্চায়েতের ফকতাধূরা এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যার পর ধান ক্ষেতে হাতি তান্ডব চালায়। আর ধান ক্ষেতে হাতির তান্ডব রুখতে পাহারা দেন ধানচাষীরা । সেই মতো রাতে ধান ক্ষেত দেখছিলেন মকসেদুল বাবু। সেসময় কোনোভাবে তিনি হাতির সামনে পড়ে যান। এরপর হাতিটি তাকে শুড়ে তুলে আছাড় মারে।

স্থানীয় বাসিন্দারা টের পেয়ে চিৎকার চেঁচামেচি করলে হাতিটি সেখান থেকে চলে যায়। এরপর জখম মকসেদুল রহমানকে উদ্ধার করে সুলকাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

মৃতের পরিবারকে সাহায্যের পাশাপাশি বনদপ্তরকে বাড়তি নজরদারির দাবি জানানো হয়েছে। এদিন সকালে মৃতের বাড়িতে যান স্থানীয় গ্ৰাম পঞ্চায়েত সদস্যা। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। বনদপ্তর সূত্রে জানা গেছে, আবেদন করলে বনদপ্তরের নিয়মানুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 8 =